ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (২৮ আগস্ট ২০২১) সকাল সাড়ে এগারোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার।

সভায় সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজ মজনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল ও করতোয়া প্রতিনিধি শাহিনুর রহমান শাহীন, নয়া দিগন্তের অলিউর রহমান নয়ন, ভোরের ডাক পত্রিকার জাকারিয়া মিয়া, এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের জাহাঙ্গীর আলম, দি নিউ নেশন এর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বার্তার এইচএম বাবুল, আমাদের অর্থনীতির মাহবুব হোসেন লিটু, মানবজমিনের রবিউল ইসলাম বেলাল, দৈনিক সবুজ নিশান পত্রিকার নুরনবী মিয়া, আমাদের সময় পত্রিকার জিয়াউর রহমান, আলোকিত বাংলাদেশ এর নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন