জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ১১ টা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পোদ্দার মার্কেটে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন , আওয়ামী লীগের অন্যতম সদস্য আহামদ আলী পোদ্দার রতন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাপেনসহ আরো অনেকে। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলমে আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সহ সুপার হাফেজ মাওলানা হাফিজুর রহমান।