কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মসজিদের রোপনকৃত মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ফুলমতি জামে মসজিদের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমানের নেতৃর্ত্বে স্থানীয় কিছু যুবক সীমানার মধ্যে দন্ডায়মান ওই বিশাল আকৃতির মেহগনি গাছ কাটতে শুরু করেন। সম্পুর্ন গাছটি কাটার উদ্দেশ্যে তারা গাছের মোটা মোটা ডাল কেটে বিদ্যালয় মাঠে স্তুপ করে রাখেন। খবর পেয়ে মসজিদ কমিটি ও স্থানীয় লোকজন গাছ কাটতে বাধা দেয় । এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।
মসজিদ কমিটির সভাপতি ও পল্লী চিকিৎসক মো. ইয়াকুব আলী জানান, এটা আমাদের মসজিদের রোপনকৃত গাছ। প্রধান শিক্ষক আজিজার রহমান মাস্তান বাহিনী দিয়ে গাছটি কাটার জন্য বড় বড় ডাল কেটে ফেলেন। মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় জনগণ গাছের কাটা খন্ডগুলো আটক করেছে। তিনি আইনের তোয়াক্কা না করেই বিশাল আকৃতির জীবিত গাছটি কাটার পায়তারা করছেন।
পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান গাছটি তাদের রোপনকৃত দাবি করে জানান, এটি বিদ্যালয়ের সীমানার ভেতরে। বাউন্ডারী ওয়ালের ক্ষতি হচ্ছে বিধায় গাছের ডাল কেটে ফেলা হয়েছে। বিষয়টি লিখিতভাবে ইউএনও স্যারকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে তহশিলদারকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন