ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রত্যন্ত অঞ্চলের ফুটবল উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী’ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রমে অনূর্ধ্ব ও উর্ধ্ব ১৫ দুই গ্রুপে মোট ৩৮ জন খেলোয়াড় নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন ফুটবল ফাইটার্স একাডেমির প্রতিষ্ঠাতা বাবলুর রহমান সাগর।

বাবলুর রহমান সাগর জানান, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির একটি শক্তিশালী নতুন টিম গঠনের লক্ষ্যে এ পর্বে ১৫ বছরের নিচে ১৮ জন এবং ১৫ বছর থেকে উপরে ২২ বছর বয়স পর্যন্ত ২০ জন খেলোয়াড় বাছাই করা হলো। আজ বাছাইপর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড় উপস্থিত হয়েছে। যাদেরকে নির্বাচিত করা হলো তাদেরকে দুই সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় সাবেক ফুটবলার মোছাব্বির রহমান হ্যাভেন, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী মিয়া, সহকারী কোচ রুহুল আমিন লিটন সহ একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন