জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ রমজান সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্ৰি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্নান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম,সহ-সভাপতি সফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,জেলা বিএনপির উপদেষ্টা ও ও সাবেক সংসদ ওমর ফারুক, জেলা ও উপজেলার ছাত্রদল, যুবদল সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।
দেশ ও জাতির মঙ্গল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ইফতার পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।