নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি বার্ষিক সাধারণ সভায় ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ জুন) দুপুরে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমন দাস এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার সামছুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
কুড়িগ্রাম জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফারুক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুজ্জামান, মাধ্যমিক অফিসার (চলতি দায়িত্ব) আব্দুল হাই রকেট, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ জন কাউন্সিলর।
এ সময় সম্পাদক ছাড়াও সভাপতি, কমিশনার সহ ২৮টি পদে উপজেলা স্কাউটের কর্মকর্তা নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে একজন গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করে আসছেন। এছাড়াও তিনি ক্রীড়া, সাংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্কাউটস আন্দোলনের নেপথ্যে কাজ করলেও এখন সক্রিয় আন্দোলনে সম্পৃক্ত হলেন।