জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন এই স্লোগানকে সামনে রেখে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক প্রশিক্ষণ হলরুমে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ ফুলবাড়ীর আয়োজনে উপসহকারী কৃষি অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, অতিরিক্ত কৃষি অফিসার শাহাদাত হোসেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন , কৃষক আমজাদ হোসেনসহ আরো অনেকে।এ সময় বক্তারা বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা করেন।