ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রতিদিন ডিম খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এই শ্লোগান সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব ডিম দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, কুড়িগ্রাম -২ আসনের জাতীয় সংসদের উপজেলা প্রাণিসম্পদ প্রতিনিধি আশরাফুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সম্প্রসারণ গৌতম কুমার মোহন্ত, খামারি মুস্তাফিজুর রহমান ডলার, সাইদুল হক, আসাদুল হক সহ আরো অনেকে।

বক্তারা প্রাণিজ আমিষের চাহিদা পূরণে খামারিদের ডিম উৎপাদন বাড়ানোসহ মানুষকে বেশি বেশি করে ডিম খাওয়ার পরামর্শ প্রদান করার জন্য পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন