জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২৯৮ বোতল ফেন্সিডিল সহ নুর আলম (৩০)নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। রবিবার ৮ মে রাত ১১ টায় ফুলবাড়ী থানার একটি অভিযানিক টিম শ্যামপুর নামাটারী এলাকার নিজ বসতবাড়ি থেকে ২৯৮ ফেন্সিডিল সহ ওই মাদক কারবারিকে আটক করে । আটক মাদক কারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের সাহের আলীর ছেলে ।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটক ওই মাদক কারবারি বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।