জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ওয়ালটন পণ্য কিনে হয় ধন্য স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়ালটন প্লাজা ফুলবাড়ীর আয়োজনে উপজেলার পাখির হাট বাজারের বীর মুক্তিযোদ্ধা মার্কেটে চেক হস্তান্তর অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান সরকার , বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাজাহান আলী, এ সময় উপস্থিত ছিলেন, রংপুর চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া , ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাহিদুল ইসলাম , লালমনিরহাট এরিয়া ম্যানেজার ফারুক আহমেদ, রিজনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, ওয়ালটন প্লাজা ফুলবাড়ী ম্যানেজার মোস্তাফিজুর রহমানসহ আর অনেকে। অনুষ্ঠানের শুরুতে মৃত ক্রেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।