ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দা আছমা বেগম। স্বামী গত হয়েছেন প্রায় ১০ বছর। নেই কোনো সন্তানও। বাধ্য হয়ে থাকতে হয় ননদের আশ্রয়ে। ৬৫ বছর বয়সের টানতে হয় জীবিকার ঘানি। অন্যের বাড়িতে কাজ করে কোনমতে দিন গুজরান করেন। জগতের কঠিন বাস্তবতায় খাবি খাওয়া আছমা এই শীতে শীতবস্ত্রের অভাবে দারুণ কষ্টে ছিলেন। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগে অশ্রু ঝরে আছমা বেগমের চোখে। আছমা বলেন, ‘খ্যাতা নাই, বিছনা নাই, ঘর নাই। হামার কষ্টের শ্যাষ নাই। যে জার পচ্ছে, খুব কষ্ট করি থাকি। কম্বলটা দিয়া হামরা একনা আরামে নিন্দ পাইরব্যার পামো।’

আছমা বেগমের মতো অসহায় দাসিয়ারছড়ার চন্দ্রখানা গ্রামের বৃদ্ধা মর্জিনা। বলেন, ‘দুখ্যান ছেঁড়া খ্যাতা দিয়া জার যায় না। কম্বলটা পায়া হামার খুব উপকার হইল।’

দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় সোমবার কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সোমবার ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই দিনে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধরলা নদীর বিভিন্ন চরের ৪০০ অতি দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। দূর দূরান্ত থেকে লাঠিতে ভর দিয়ে অনেক বয়োবৃদ্ধ শীতার্ত মানুষকে ছুটে আসতে দেখা যায়।

ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব রহমান সুমন, রাবাইটারী এসবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ, সমাজকর্মী জাকির হোসেন, রাবাইটারী মহিলা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এনামুল হক বসুনিয়া, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, ফুলবাড়ী উপজেলা শুভসংঘের সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরনবী মিয়াসহ শুভসংঘের সদস্যরা।

এ সময় কম্বল হাতে পেয়ে রাঙামাটি গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ ছায়েদ আলী বলেন, ‘হামার জমিজিরাত নাই। দুই ছেলে কামলা দেয়। সিথান দেওয়ার বালিশ নাই, গরম কাপড় কোন্টে পাই। তোমরা হামার দুঃখটা বুঝলেন বাহে।’

একই গ্রামের আব্দুল জলিল বলেন, ‘দুই দিন থাকি খুব ঠাণ্ডা পড়চে। তার উপরা নদীর পারোত বাড়ি। ঠাণ্ডা বেশি নাগে। হাত পাও টাটায়। দুই পাতলা ছেঁড়া খ্যাতা দিয়া জার যায়না। তোমার কম্বলটা হামার কাজোত নাগবে।’

কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলোখানা এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আমজাদ হোসেন, ইউপি সদস্য ছাইয়েদুল হক, কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম সরদার, খবির উদ্দিন, মাদরাসা শিক্ষক গোলাম রব্বানী, ওবায়দুল সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *