জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ঐতিহ্যবাহী ইসলামিক প্রতিষ্ঠান বাইতুস সালাম হিফজুল কোরআন একাডেমি আয়োজনে ১২ ডিসেম্বর ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসা
মাঠে বাদ এশা থেকে রাত বারোটা পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ক্রেস প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া সাহেব নাটোরী , নায়েব মুহতামিম মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা সিরাজগঞ্জ, বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা মুফতী শাহ্ ওয়ালীউল্লাহ কাসেমী মুহাদ্দিস জামিয়া মোহাম্মাদিয়া শামসুল উলূম বাঁশ বাড়ী সাভার ঢাকা। পাগড়ী প্রদান ও তাফসীরুল কোরআন মাহফিল শুনতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে হাজারো মুসল্লির ঢল নামে। তাফসীরুল কুরআন মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।