ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাকের আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) বালারহাট, ফুলবাড়ী -কুড়িগ্রাম শাখার সার্বিক সহযোগিতা ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকারের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার নাওডাংগা ইউনিয়নের ৪০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০২০) সকাল সাড়ে ১১ টায় গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে গোরকমন্ডল গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাওডাংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাছেন আলী‌।

এসময় নাওডাংগা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হানিফ সরকার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ডা. হামিদুল হক খন্দকারের প্রতিনিধি সানাউল্লাহ খন্দকার, ব্র্যাক ইউপিজি কুড়িগ্রাম আঞ্চলিক অফিসের এসটিও আঞ্জুমান আরা, বালারহাট, ফুলবাড়ী -কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আতিকুল ইসলাম, প্রোগাম অর্গানাইজার আফছারুল হক, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, পূর্ব ও পশ্চিম ফুলমতি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ফেরদৌস আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন