নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ পালিত হয়েছে। ৩০ নভেম্বর ২০২০ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রযুক্তি প্রদর্শনী ও পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।