জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সম্পদ নয় সুশিক্ষাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের অভ্যন্তরীণ ধারাবাহিক আয়োজনে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক জাকারি মিঞার সঞ্চালনায় ও কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের সভাপতিত্বে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী , এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও মডারেটর নুর ইসলাম শেখ, কুইজ ও বিতর্ক উদযাপন উপ কমিটির আহবায়ক জয়নুল আবেদিন, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেনসহ আর অনেকে। কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞান ও ব্যবসা শাখার বিপক্ষে মানবিক শাখা অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।