নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠন ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমীর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) বেলা দুইটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মঞ্চে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন হয়।
এসময় একাডেমীর প্রতিষ্ঠাতা বাবলুর রহমান সাগরের সভাপতিত্বে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন, কালের কন্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া সহ একাডেমীর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।