ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আসন্ন ৩য় ধাপের নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি হলেন জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাবাইতারী বটতলা গ্রামের আজগার আলীর ছেলে মোঃ বাবুল মিয়া(৪০) ।
স্থানীয়রা জানায়, সোমবার(২২ নভেম্বর) রাতে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রাবাইতারী বটতলী এলাকায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাবুল মিয়া গুরুতর আহত হলে তাকে নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরলে সন্ধার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ফ্যান প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃমুকুল মিয়া মঙ্গলবার(২৩ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পত্রে তিনি তার সর্মথক মৃত বাবুল মিয়াকে মারধরের বিষয়টি উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান ।
ফুলবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় জানান,”বাবুল মিয়া চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর তার হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবার। সহিংসতায় মৃত্যু বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই।”
এদিকে, সোমবার(২২ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওর্য়াডের
পরমালীতে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস ও নৌকাপ্রার্থীর মধ্যে নির্বাচনী খুলি বৈঠকে ১০টি মোটর সাইকেল ভাঙচুর করা হয় । এতে আহত হন ৩ জন, তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন