জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত পথচলায় ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন, আনন্দ র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর সকল আয়োজনে উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে ফুুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১ টায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।