ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি সদস্যসহ ৫ জুয়ারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজারের আবুল কালাম আজাদের দোকানে অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ধর্মপুর গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবুল কালাম আজাদ (৪০), বনি আমিন (২৭), গোলজার হোসেন (৪২) ও হায়দার আলী (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই ইমরান আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় আটক করেন। এ সময় ৪ হাজার ১১০ টাকা, এক সেট তাস ও এক ইউপি সদস্যসহ পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ফুলবাড়ী থানার এসআই ইমরান আহমেদ বাদি হয়ে আটক ৫ জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বিকার করেছেন।