নুরনবী মিয়া, নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস,ভাইরাসের কারণে কর্মহীন হয়েছে পড়েছে অসহায় কৃষকরা, করোনা ভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়া উপজেলার তিন শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা কৃষি অফিসে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে কৃষকদের মাঝে তিন কেজি করে উচ্চ ফলনশীল হাইব্রিড অ্যারাইজ, এজেড ৭০০৬ ও অ্যারাইজ গোল্ড জাতের ধানবীজ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহাব ফারহান, সিনিয়ার টেরিটরি অফিসার কৃষিবিদ আখতারুজ্জামান, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলীসহ আরও অনেকে।