ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ও হাস খামারের অন্তরালে মাদক ব্যবসার অপরাধে ৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় খরিয়াটারী গ্রামের মনছার আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে ওই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, কাশিপুর বিজিবি’র সদস্যরা বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দাসিয়ারছড়ার খরিয়াটারী গ্রামে জাহাঙ্গীরের মাছ ও হাস খামারে অভিযান চালায়। এসময় খামারের ভিতর থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করে জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করে।
ওই এলাকার আসাদুজ্জামান,আব্দুল জলিল জানান, জাহাঙ্গীর তার মাছ ও হাস খামারের অন্তরালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই সাইফুর রহমান জানান, বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে জাহাঙ্গীরকে জেল হাজতে পাঠানো হয়েছে।