ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গবাদি পশু গরুর খাবার ঘাস কাঁটার জন্য ধরলা নদী উপর দিয়ে সাতার কেটে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে ডুবে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে উপজেলার সোনাইকাজী এলাকায় ধরলা নদীতে। নিহত ব্যক্তি হলেন মৃত সৈয়দ পাটোয়ারীর ছেলে আব্দুস ছামাদ(৫৪) । এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুস ছামাদ প্রতিদিন কাস্তে ও বস্তা নিয়ে ধরলা নদী পার হয়ে চরে গিয়ে গরু ঘাঁস কেটে আনে। ওই দিন ধরলা নদী পার হওয়ার সময় সে গভীর স্ব্রোতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় ডুবরীরা ওই স্থানে অনেক খোঁজাখুজি পর বস্তা ও কাস্তে পেলেও আব্দুস ছামাদকে পায়নি এবং তাকে খোঁজার জন্য পরিবারের লোকজন ধরলা নদীর পাড়ে অপেক্ষা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার লাশের সন্ধান মেলেনি।