ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ এক কিশোর চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক কিশোরের নাম চঞ্চল সেন (১৫) । সে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের রতন সেন লালুর ছেলে। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আনছার জানান, শুক্রবার সকাল নয়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গংগারহাট বিওপি’র বিজিবি’র সদস্যরা সীমান্তের ৯৩৯ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট থেকে চঞ্চলকে গাঁজাসহ আটক করেন। পরে দুপুরে হাবিলদার আঃ জব্বার বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল হাসান জানান, আটক কিশোরকে শুক্রবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।