ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬জুন) ভোরবেলা ফুলবাড়ী থানার এসআই এনামুল হকের নেতৃত্বে বেড়াকুটি হাটের রাস্তা থেকে তাকে ০২(দুই) কেজি গাজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ওই যুবক হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃজহুরুল হকের ছেলে মোঃ জাকির হোসেন(২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।