ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আড়াই কেজি গাঁজা শরীরে বহন করে নিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার ফুলবাড়ী বাজারের চিকামোড় এলাকায় অটোবাইক থামিয়ে বাইকের যাত্রীদের শরীর তল্লাশী করে মাদকগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার চান্দাইকনা ইউনিয়নের সদর হাশরা গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৮) তার স্ত্রী আরজিনা বেগমর(৩৮) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার মির্জাপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামের শ্রী অনন্ত বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস(২৫)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।