ফুলবাড়ী (কুড়িগ্রাম)থেকে হিরু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ও ৯জন সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৫জন চেয়ারম্যান । বিজিবি কর্তৃক বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রকৃত তথ্য যাছাইবাচাই করে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য এ সংবাদ সম্মেলন করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর বেলা ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী , ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ,নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা , বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান খয়বর আলী ও ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু। উল্লেখ্য , গত ১৩ জুন পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৫ হাজার দুইশ ৮৪টি পরিবারের মাঝে ৫২,৮৪০ মেঃটন চাল উত্তোলন করেন ইউনিয়নের সংশ্লিষ্টরা । উত্তোলনকৃত চাল উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশে একদিনে বিতরণের পর চব্বিশটি স্লিপের দুইশ ৪০ কেজি চাল ইউনিয়নের গুদামে সংরক্ষন রাখেন । চাল বিতরণের তিন দিন পর ইউনিয়নের পাশ্ববর্তী ব্যবসায়ী শাহাদত হোসেন মিন্টু ও রমজান আলীর ঘর থেকে বিজিবি পৃথক ভাবে ৪৫৬ বস্তা চাল উদ্ধার করে । উদ্ধারকৃত চাল ব্যবসায়ীর ঘরে পাওয়া গেলেও কু-চক্রী মহলের যোগসাজসে ও ষড়যন্ত্রমুলক ভাবে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ও ৯জন ইউপি সদস্যের বিরুদ্ধে আটক চালের সাথে তাদেরকে মামলায় জড়িয়ে দেয় । অথচ চাল বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের উপস্থিত ছিলেন । সেখানে কোন ধরনের অনিয়ম হয়নি । দুঃস্থদের মাঝে সঠিক ভাবে চাল বিতরণ করা হলেও বিজিবি’র কোম্পানি কমান্ডার সহিদুল ইসলাম আক্রোশমুলক ও হয়রানি করার উদ্দেশ্যে জব্দকৃত চালের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ৯জন সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দেয়ার ঘটনায় তদন্তপুর্বক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *