ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীর সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।
প্রতেক্ষ্যদর্শী সুত্রে জানাগেছে, কুটিচন্দ্রখানা গ্রামের মৃত ব্যাঙ মামুদের ছেলে আইয়ুব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে মৃত ছফর উদ্দিনের ছেলে শাহআলম মিয়ার ৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি। জমির বিরোধ নিয়ে ঘটনার দিন শাহালমের সঙ্গে আইয়ুব আলীর বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আইয়ুব গ্রুপের আইয়ুব আলী (৫০), সাহেব আলী (৫০), কপিল উদ্দিন (২২), আলমগীর (২১), শহিদুল (২২), রুবেল (১৭), কপিরন বেওয়া (৪৫), ছুপিয়া (৪০) ও শাহালম গ্রুপের শাহালম মিয়া (৫৬), নুরজাহান (৪৮), আলেয়া (৪০), নাজমুল হক(২৫) হাসিনা (১৯) আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, সংঘর্ষের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।