ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিজিটাল পোষ্টার ও ভিডিও তৈরী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা, উদয়াঙ্কূর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে এবং ইয়ূথ লিড ডিজিটাল ইনগেঞ্জমেন্ট প্রকল্পের (ওয়াইডিই) আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.সোহেলী পারভীন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ইউএসএস প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, ওয়াইডিই প্রজেক্ট অফিসার মোকাদ্দেস হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী ১১ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *