fulbari-photo04

ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের দু-দল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শনিবার নিরাপত্তার দাবীতে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন করেছে সাধারন ছাত্র/ছাত্রীরা। এ নিয়ে ওই শিক্ষা প্রতিষ্টানে যে কোন মুহুর্ত্যে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
জানা গেছে, কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের ১ম বর্ষের এক ছাত্রীর সঙ্গে একই প্রতিষ্টানের ১ম বর্ষের হাসান নামের এক ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্ক করার এক পর্যায়ে কিছুদিন আগে মেয়েটি প্রেমের কথা অস্বীকার করলে দু’জনের মধ্যে মনমালিন্যতার সৃষ্টি হয়। বিষয়টি পারিবারিক ভাবে মিমাংসাও করা হয়। কিন্তু কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের ছাত্র শাওন গ্রুপ ও পরিমল গ্রুপের মধ্যে এ নিয়ে ঘষামাজা চলতে থাকে। একপর্যায়ে গতকাল শনিবার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়। আহতরা হলেন ১ম বর্ষের ছাত্র মাসুদ, আব্দুল লতিফ, হাসান, মাসুদ-২, ডিগ্রী ১ম বর্ষের পরিমল। এদের মধ্যে লতিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানববন্ধনের সমাবেশে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান শাওন, ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস, ছালমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্ল্যাহ-হেল বাকী জানান, এটি একটি তুচ্ছ ঘটনা। ছাত্র/ছাত্রীরা মানববন্ধন করলে তো আমার কিছু করার নেই। ওরা যা ভালো মনে করেছে তাই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *