ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
একদিকে করোনাভাইরাস মহামারী অপরদিকে দফায় দফায় বন্যা। এবারের পঞ্চম দফার বন্যায় বিপর্যস্ত হয়ে গেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী কবলিত এলাকার জীবনমান। এই অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ালেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদীর প্রত্যন্ত চরাঞ্চল জ্যোত-ইন্দ্র নারায়ন এলাকায় দু’শ বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ পাউডার বিতরণ করা হয়।
 
সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ হামিদুল হক খন্দকার, রমেক এর সাবেক পরিচালক ডাঃ শাহাদত হোসেন, অন্যতম উপদেষ্টা সদস্য ও কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি ইঞ্জিনিয়ার সলিমুল্ল্যাহ, দাতা সদস্য সাবেক সেনা সার্জেন্ট ফজলুল হক সরকার ত্রিফুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: নাছিম চৌধুরী এর  অর্থায়ন ও সার্বিক সহযোহিতায় মধ্য জ্যোত-ইন্দ্র নারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব বিতরণ করা হয়।
 
বিতরণকালে সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য শাকিল আহমেদ, নয়ন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন