ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলা পর্যায়ের মাধ্যমিক স্তরের ২২ টি স্কুল ও মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৮ টি কলেজ ও ২ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শাহবাজার এএইচ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবেদ আলী খন্দকার প্রমূখ।