রিফাত হাসান খন্দকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে
হোসেন অালী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে মধ্য কাশিপুর এলাকার জায়গীরটারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত হোসেন অালী উপজেলার মধ্য কাশিপুর এলাকার জায়গীর টারী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৫ জুন) বিকেলে নিহত বৃদ্ধা হোসেন অালী গোসল করে ভেজা কাপড় জিঅাই তারে শুকাতে দিতে যান। এসময় বাড়ীর বৈদ্যুতিক সংযোগের তার ফুটো থাকায় জিঅাই তারের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন হওয়ায় জিঅাই তারে কাপড় শুকাতে দিলে বিদ্যুৎ স্পৃষ্টে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।