স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার (১ জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন সকালে ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম রব্বানী সরকার।
অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেতে সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। নতুন ক্লাসে ওঠার জন্য যেমন একটি আনন্দ ছিল তেমনি শিক্ষার্থীরা অধীর আগ্রহে ছিল নতুন বই হাতে পাওয়ার জন্যও।
নতুন বই শুধু শিক্ষার্থীদের আনন্দকেই বাড়িয়ে দেয়নি, সেই সাথে অভিভাবকদের মধ্যেও আনন্দের রেশ দেখা গেছে।