ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে পূর্বশত্রুতার জেরে রোপণকৃত ইরি বোরো আবাদের আড়াই বিঘা জমির ধানের চারা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটে উপজেলা সদরের পূর্ব-চন্দ্রখানার কৈয়াটারী গ্রামে শুক্রবার গভীর রাতে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের পূর্ব-চন্দ্রখানার কৈয়াটারী গ্রামের মৃত জমির উদ্দিনের মেয়ে রহিমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৭৫ শতক জমি দীর্ঘদিন থেকে তারই জ্ঞাতি মৃত ইলিম বকশের ছেলে ইসমাইল হোসেন মুন্সিসহ অন্যরা ভোগদখল করে আসছিলেন। পরে মৃত জমির উদ্দিনের মেয়েরা জানতে পেয়ে জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে কুড়িগ্রাম আদালত তাদের ৭৫ শতক জমি সরেজমিনে এসে বুঝিয়ে দেন। মৃত জমির উদ্দিনের মেয়েরা চলতি ইরি বোরো আবাদের জন্য ওই আড়াই বিঘা জমিতে ধানের চারা রোপণ করলে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে রোপণকৃত ধানের চারা পুড়িয়ে ফেলে। স্থানীয় নির্মল চন্দ্র রায় (৬৫), আনছার আলী, আব্দুল হামিদ জানান, এইটা একটা নিন্দনীয় কাজ করা হয়েছে। যারা করেছেন তারা পশুর চেয়ে অধম। তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের দাবি করেন তারা।

মৃত জমির উদ্দিনের মেয়ে রহিমা জানান, যাদের সঙ্গে আমাদের জমিজমা মামলা রয়েছে তারাই আমাদের খেতের ধানের চারা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। মৃত ইলিম বকশের ছেলে ইসমাইল হোসেন মুন্সি জানান, আদালতে যেহেতু মামলা রয়েছে সেখানে এ ঘটনায় আমরা কেউই জড়িত হতে পারি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন