ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে সারা রাত ধরে ধর্ষনের ঘটনা ঘটেছে। ওই ধর্ষিতা উপজেলার বালার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে গতকাল রোববার ধর্ষকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার খলিশা কোটাল গ্রামের মনছুর আলীর কন্যা মুন্নী আক্তারের(১৫) সাথে অত্র উপজেলার নওদাবশ গ্রামের মোকছেদুল হকের পুত্র এ.বি আল-আমিন(১৯) দীর্ঘদিন থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় মুন্নী আক্তারের বাবা শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট এলাকায় কথিত এক ছেলের সঙ্গে বিয়ে দেন। বিয়ের কথা জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে ফুসলীয়ে আল আমিন সুকৌশলে তার ভাতিজা রিপন মিয়া(১৮) সহ গত শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন “সুর সপ্তক সংগীত একাডেমী” টিন শেড ঘরে এনে সারা রাত ধরে ধর্ষন করে। পরে ওই ধর্ষিতা বিয়ের ব্যাপারে চাপ দিলে তাকে বড়ভিটা বাজারের পাঁকা রাস্তার মাথায় রেখে পালিয়ে যান তারা। সহযোগী রিপন মিয়া নওদাবশ গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার তদন্ত কারী এস আই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *