ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিক্স্রার যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে আটটায় ওসি(তদন্ত) আমিনুল ইসলাম ও এএসআই একরামুল হকের নেতৃত্বে ফুলবাড়ী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়ক মন্ডল(ঘাটের পাড়) ব্রিজের উপর চলন্ত অটোরিক্স্রা থামিয়ে যাত্রী কার্ত্তিক চন্দ্র মন্ডল(৩০) এর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। আটক কার্ত্তিক চন্দ্র উপজেলার গোরক মন্ডল এলাকার শচিন চন্দ্র মন্ডলের পুত্র।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইন্চার্জ(ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।