ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমিকম্প মোকাবেলায় ও জন-সচেতনতা বৃদ্ধির লক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে গতকাল রোববার সকাল ১১ ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এ মহড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,সূধীজন ও সর্বস্তরের জনসাধারন অংশ গ্রহন করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উঁরাও, ত্রাণ ও পূনবার্সন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত,কৃষি অফিসার মাহবুবুর রশিদ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,সভাপতি আজিজার রহমান মাষ্টার, নাগেশ^রী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফ আলী উপস্থিত ছিলেন।