ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী ২০২১) বেলা আড়াইটায় উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রেনেসাঁ সরকার হিরোর উদ্যোগ ও বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় উপজেলার আর-রহমানিয়া হিফজুল কুরআন ক্বওমী মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ছাবেদ আলী, বেড়াকুটি নুরানি হাফেজি ক্বওমী মাদ্রাসার পরিচালক মুফতি মোঃ সহিদুল ইসলাম, কালের কন্ঠ শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক ইয়াছিন আরাফাত, সাব্বির রহমান, হৃদয় প্রমূখ উপস্থিত ছিলেন।