নিজস্ব প্রতিবেদক ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনাবাহিনীর চিকিৎসকগণ শতাধিক গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন।
বুধবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭২ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ বীর সাপোর্ট ব্যাটালিয়ন উপজেলার শতাধিক গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক উপদেশ, চিকিৎসা সেবা ও জরুরী ঔষুধ বিতরণ করা হয়। সেই সাথে অপুষ্ট ও শারীরিকভাবে দুর্বল মা ও শিশুদের পুষ্টিকর খাদ্যদ্রব্য দেয়া হয়। এ কার্যক্রমের আওতায় সিএমএইচ-এর স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ডাঃ লেঃ কর্নেল জিনিয়া সুলতানা, ডাঃ মেজর মোহাম্মদ ইয়াসিন, ডাঃ মেজর জেনিফার বিনতে ইয়াসিন, ডাঃ আবু কাউসার রিমন চিকিৎসা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের ৭২ পদাতিক বিগ্রেড ৩০ বীরের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হেদায়েতুল ইসলাম পিএসসি,উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও তৌহিদুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ক্যাপ্টেন মিজান উর রশিদ, ক্যাপ্টেন শিহাব, ক্যাপ্টেন সাব্বির, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান, আজিজার রহমান মাস্টার প্রমূখ।