এস এম আসাদুজ্জামান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ঃ
বিদুৎ চালিত সেচ পাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সহিদুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হলে একজনকে আটক করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে ফলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতিগ্রামে।
ইউপি সদস্য সহিদুল ইসলাম সুত্রে জানাগেছে, উপজেলার গোরকমন্ডল এলাকার নুর হোসেন মিয়ার বিদুৎ চালিত সেচ পাম্পটি গত বুধবার রাতে নিজ বাড়ী থেকে চুরি হয়। ওই চুরির ঘটনায় পশ্চিম ফুলমতি গ্রামের আফতাব আলীর ছেলে সহিদুল ইসলামকে সন্দেহ হলে তাকে আটক করে এলোপাতাড়ী পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে সহিদুল ইসলামের স্বজনেরা ঘটনা স্থল থেকে তাকে উদ্ধারকরে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসা চলাকালে গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃত সহিদুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার তিনজনের নামসহ অজ্ঞাত আরো তিনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে । পরে পুলিশ ওই মামলার আসামী আজিজুল হককে গ্রেফতার করে ।
ফুলবাড়ী থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই এবি সিদ্দিক জানান, হত্যার ঘটনায় মামলা হলে একজনকে আটক করা হয়েছে। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।