নুরনবী মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট হওয়া বন্যায় মানবেতর জীবন যাপন করছেন নদী এলাকার মানুষ। বন্যার পানি কমলেও কমেনি দুস্থ, গরীব অসহায় বানভাসীদের দুশ্চিন্তা। এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৬ই জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একশত কর্মহীন, গরীব, দুস্থ, অসহায় ও বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন, কর্পোরাল মাসুদ, সৈনিক মামুন, সাজ্জাদ, সেলিম, আলীম, সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন