ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠর একাদশ তম জন্ম দিন (১২ বছরে পদার্পণ) উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ‘নিজে মাস্ক পরি, অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করি’ স্লোগান নিয়ে সারা দেশের নেয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুভসংঘের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি ২০২১) দুপুরে উপজেলার জিড়ো পয়েন্টে অটোচালক, রিকশা চালক ও পথচারীদের মাঝে চারশো মাস্ক বিতরণ করা হয়।
এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, কালের কণ্ঠ শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সহ সভাপতি প্রভাষক এরশাদ হোসেন, প্রভাষক মাহবুব রহমান সুমন, সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক দুজায়ের রহমান লিমন, সদস্য জাহিদ হাসান, মুরাদ হাসান মিলু, নাইমুর রহমান বন্ধন, রায়হান, রোহান প্রমুখ উপস্থিত ছিলেন।