ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১৩ কেজি গঁাজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে । শুক্রবার বিকালে আটক ওই মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ফুলবাড়ী থানার একদল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম কাজীর মোড় টু ছিলাখানা সড়কে যানবাহন তল্লাশী করে। এ সময় অটোবাইকের এক যাত্রীর কাছে তিনটি পোটলায় মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক কারবারীর নাম শহিদুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।