এস এম আসাদুজ্জামান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডপ সীমান্তে কাঁটাতার টপকিয়ে অবৈধ পথে ভারতীয় ২৪টি গরু বাংলাদেশে আনার সময় বিজিবি সদস্যরা আটক করেছে।
বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, গতকাল শনিবার দুপুর দু’টায় উপজেলার গোরকমন্ডপ সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার-৯২৯ নম্বর এর পাশ দিয়ে বাংলাদেশের সংঘবদ্ধ গরুর ব্যবসায়ী দলের সদস্যরা পাশ্ববর্তী লালমনিরহাট জেলা সদরের দুরারকুটি হাটে নিয়ে যাওয়ার সময় গোরকমন্ডপ বিজিবি’র টহলরত সদস্যরা ওই ২৪টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ২৪টি গরুর আনুমানিক মূল্য প্রায় সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবি’র সদস্যরা।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র গোরকমন্ডপ ক্যাম্পের হাবিলদার আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ভারতীয় ২৪টি গরুর বিষয়ে উদ্ধর্ত্বন কর্তপক্ষকে জানানো হয়েছে।