নুরনবী সরকার, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রত্যান্ত চরাঞ্চলের অসহায় বন্যার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডল গ্রামের খোকার চর এলাকায় ৪০ বানভাসি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের প্যাকেজের চাল, ডাল, চিনি, চিড়া, লবন, সয়াবিন তেল, নুডুলস ও বিডিআর বাজার সংলগ্ন চর গোরক মন্ডল এলাকায় ২০০ বানভাসি পরিবারের মাঝে জি.আর প্রকল্পের ১০ কেজি করে চাল ও একটি করে সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, নুরনবী সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *