ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা রোববার ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ওয়াবদার পাড় এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে, তাদের শরীর তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে। অপর দিকে, এ এস আই একরামুল হক শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার খামারের পাড় এলাকায় মোটর সাইকেল চালককে আটক করে, তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- উপলোর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত আনছার আলীর ছেলে ওবাইদুল হক(৪২) ও একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৩২) এবং নাগেশ্বরী উপজেলার মুক্তার কুঠি এলাকার শাহানুর ইসলামের ছেলে সালেকুল ইসলাম(২৫)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।