ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুখ্যাত এক মাদক বিক্রেতাকে ভারতীয় ফেন্সিডিল ও স্ক্যাপ সিরাপ সহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত ওই মাদক বিক্রেতার নাম মোঃ লিটন মিয়া (২৮)। সে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের শাহজালাল সরকারের ছেলে।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের ছাইতন তলা নামক স্থানে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কে লিটনকে আটক করে শরীর তল্লাশি করে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় লিটনের সাথে থাকা আরও এক সহযোগী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে আল আমিন (১৮) পালিয়ে গেলে ঘটনাস্থলের সাথেই তার বাড়ি তল্লাশী করে আরো ২ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত লিটন একাধিক মাদক মামলার আসামি। দু’জনের নামেই মামলা প্রক্রিয়াধীন। আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামীকেও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।