ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনাস্থা প্রস্তাব দাখিল করেন ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য । অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা জানান ,সরকারী প্রকল্প ও ইউনিয়ন পরিষদের
নিজস্ব তহবিলের অর্থ আত্মসাত, চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাত, ভিজিডি-ভিজিএফ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে। ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে জিআর নং- ৩০০/১৮ (ফুল) মামলা আদালতে বিচারাধীন
রয়েছে। এমনকি সন্মানী ভাতার টাকাও ইউপি সদস্যদের প্রদান করেননি ওই চেয়ারম্যান। তাই আমরা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন এর বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সদস্যরা হলেন,প্যানেল চেয়ারম্যান ও সদস্য মোঃ বাদশা মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, আছমা বেগম ও আকলিমা
বেগম। ইউপি সদস্য আব্দুল বাতেন, হযরত আলী, মাইদুল ইসলাম, আবু মুসা, সামসুদ্দিন বাবলা, সাইদুল হক ও সাইয়েদুল হক। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, আমি কাগজ পেয়েছি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।