এস এম আসাদুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলোচিত ও ঐতিহ্যবাহী সাইফুর রহমান মহাবিদ্যালয়ে ডিড অফ গিফট(হস্তান্তর দলিল) সম্পাদনের পত্র কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। গত ৩ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানমের স্বাক্ষরিত পত্রটি পাওয়া মাত্রই অত্র কলেজের সকল শিক্ষক কর্মচারী আশ পাশের জনসাধারনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উৎসুক জনতা মিষ্টি নিয়ে পথচারী ও ছাত্রদের মাঝে বিতরন করেছে। উল্লেখ্য, দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মতে প্রতি উপজেলার একটি করে বে-সরকারী কলেজকে জাতীয় করনের অংশ হিসেবে অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া সংলগ্ন আলোচিত সাইফুর রহমান মহাবিদ্যালয়ের নাম চুড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সম্প্রতি সময় ফুলবাড়ী ডিগ্রি কলেজ তা নিয়ে হাইকোর্টে রীট দাখিল করায় দেশের স্থগিত কৃত ৯টি কলেজের মধ্যে এ কলেজটিও জাতীয় করনের প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুর ১ টায় অত্র কলেজে উববফ ড়ভ এরভঃ (হস্তান্তর দলিল) সম্পাদনের পত্র পাওয়ায় জাতীয় করনের প্রক্রিয়ায় আর কোন বাধা থাকল না বলে জানান, সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন