ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক আবু তালেব মিয়া(৪৫) হলেন- কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী কিশামত করলা গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।
এলাকাবাসী ও বিজিবি দিনকাল প্রতিনিধিকে জানান, গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ধুলারকুটি সীমান্তের ৯৩১ নং মেইন পিলারের ২ নং সাব পিলারের পাশে সন্দেহ জনক ভাবে ঘোরাফিরা করতে দেখে গোরক মন্ডপ ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা আবু তালেবকে আটক করেন। বৃহস্পতিবার সকালে ভারতীয় নারায়নগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিক আটকের খবর পেয়ে গোরকমন্ডপ বিজিবি ক্যাম্পে আটক ব্যক্তিকে ফেরত চেয়ে পত্র পাঠায়। বিএসএফের পত্রের জবাবে বিজিবিও একটি পত্র পাঠায়। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত বিজিবি আটক ব্যক্তিকে ফেরত দেয়ার জন্য সীমান্তের ৯৩০ এর ৫ নং সাব পিলারের পাশে অপেক্ষা করলেও বিএসএফের কোন সারা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তি বিজিবির হেফাজতে রয়েছে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার শাহালম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।